শুক্রবার

২২ নভেম্বর, ২০২৪
৮ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

কানাডার গুরুতর অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১১:২১

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৪ ১৩:০২

শেয়ার

কানাডার গুরুতর অভিযোগ অমিত শাহের বিরুদ্ধে
অমিত শাহ। ছবি: সংগৃহীত

কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হামলার পেছনে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে দেশটির সরকার।  

স্থানীয় সময় মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী ও ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। কানাডার পার্লামেন্টে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন জানান, অমিত শাহ ওই চক্রান্তের পেছনে আছেন। এর আগে বিষয়টি তিনি মার্কিন একটি গণমাধ্যমকেও জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি কানাডা।

এর আগে কানাডার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলো ভারত সরকার। এগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি দিল্লির। 

সপ্তাহ দুয়েক আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে অটোয়ার ভারতীয় হাইকমিশন বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।