ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি তার ছোট ছেলে আভনারের বিয়ে পেছানোর উদ্যোগ নিয়েছেন।
বুধবার টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম কানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক যুদ্ধ ও ড্রোন হামলার ঝুঁকির মুখে নেতানিয়াহু ছেলের বিয়ে পেছাতে চান। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শারন অঞ্চলের রনিত ফার্মে আভনার নেতানিয়াহুর বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
কান দাবি করেছে, এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু জানান, অংশগ্রহণকারীদের প্রাণের ঝুঁকির কারণে বিয়ের দিনটি পেছাতে হবে। তবে এই বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলতি বছরের শুরুর দিকে নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সেই হামলায় নেতানিয়াহুর বাসভবনের জানালা ভেঙে যায়। তবে সেসময় বাসভবনে ছিলেন না নেতানিয়াহু।
আরও পড়ুন: