যুক্তরাষ্ট্রের সেনেট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। রিপাবলিকানরা সেনেটে এখন পর্যন্ত ৫১টি আসনে জয়ী হয়েছে। সেনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছে ৪২ আসন।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমলে সেনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্র্যাটরা। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের মধ্যে দিয়ে গত ২০ জানুয়ারী, ২০২১ সাল থেকে সেনেটকে নিয়ন্ত্রণ করেছে ডেমোক্র্যাটরা।
এদিকে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে থাকতে পারে।
হাউস অব রেপ্রেজেন্টেটিভসের মোট আসন ৪৩৫টি। যে দল ২১৮ আসন পাবে তারাই হাউসের নিয়ন্ত্রন পাবে। এরই মধ্যে ২০৩টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ১৮৬টি আসন।
আরও পড়ুন: