বৃহস্পতিবার

৭ নভেম্বর, ২০২৪
২৩ কার্তিক, ১৪৩১
০৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৪ ১৬:১০

শেয়ার

ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা
ফাইল ছবি

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ইতোমধ্যে ট্রাম্পের জয়ের পূর্বাভাস পেতেই ইউরোপসহ বিভিন্ন দেশের নেতা ও সরকার প্রধানরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানো শুরু করেছেন।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন তার অভিনন্দন বার্তায় বলেন, ডনাল্ড জে. ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কেবল মিত্র নয় বরং আমাদের জনগণের মধ্যে একটি প্রকৃত অংশীদারিত্ব রয়েছে, যা ৮০০ মিলিয়ন নাগরিককে একত্রিত করে। আসুন, আমরা তাদের জন্য ফলপ্রসূ একটি শক্তিশালী ট্রান্সআটলান্টিক অ্যাজেন্ডায় কাজ করি।০

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, ইতিহাস গড়া নির্বাচনী জয়ের জন্য প্রেসিডেন্ট-নির্বাচিত @realDonaldTrump-কে অভিনন্দন। সামনের বছরগুলোতে আপনার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন!

ট্রাম্পকে বিশাল জয়ের জন্য অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বিশ্বের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জয়!

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো লিখেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। গত চার বছরের মতো একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে “ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের” জন্য অভিনন্দন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা দিচ্ছে।

সাবেক রাশিয়ান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্পের এই বিজয় ইউক্রেইনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প এই যুদ্ধের জন্য মার্কিন আর্থিক সহায়তা কতটা কমাতে পারবেন সে বিষয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

ট্রাম্পকে 'বন্ধু' উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে পোস্ট করে বলেন, ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন।

তিনি বলেন, আপনার আগের মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে, আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতা নতুন করে এগিয়ে নিতে উন্মুখ। আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লিখেছেন, আমার এবং ইতালির সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। ইতালি ও যুক্তরাষ্ট্র 'বন্ধু' রাষ্ট্র; দুটি অবিচলিত মৈত্রী, সাধারণ মূল্যবোধ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মাধ্যমে যুক্ত। এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত আরও শক্তিশালী হবে।

ট্রাম্পের সমর্থনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক্সে লিখেছেন, বিশ্বব্যাপী "শক্তির মাধ্যমে শান্তি" প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করি। এটি ঠিক সেই নীতি যা ইউক্রেনে শান্তি আনতে পারে।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের জোটকে শক্তিশালী রাখার জন্য তার নেতৃত্ব আবারও গুরুত্বপূর্ণ হবে। ন্যাটোর মাধ্যমে শক্তির মাধ্যমে শান্তি এগিয়ে নিতে আমি আবারও তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নির্বাচনে জয়ের জন্য @realDonaldTrump-কে অভিনন্দন। যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারি।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ লিখেছেন, আপনার বিজয়ের জন্য অভিনন্দন @realDonaldTrump। সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা একসাথে থাকব। স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সার্বিয়া।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা লিখেছেন, অভিনন্দন, মিস্টার প্রেসিডেন্ট @realDonaldTrump! আপনি এটি বাস্তবায়ন করেছেন!

ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, ট্রাম্পের বিজয় দেশপ্রেম, সীমান্ত নিয়ন্ত্রণ, কর কমানো, খ্রিষ্টীয় শিকড়, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতি।

নেদারল্যান্ডসের ডানপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! অভিনন্দন আমেরিকা!" থামবেন না, লড়াই চালিয়ে যান এবং বিজয় অর্জন করুন!

ব্রিটিশ সংসদ সদস্য এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ মন্তব্য করেন, তিনি আবারও এটা করেছেন। এটি আমাদের জীবনের সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক প্রত্যাবর্তন।