শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ০৯:৫৯

আপডেট: ৭ নভেম্বর, ২০২৪ ১০:২৬

শেয়ার

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন
কোলাজ: বাংলা এডিশন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। বুধবার ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিজয়ী প্রার্থীর সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চান বর্তমান প্রেসিডেন্ট। এ ছাড়াও ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন।

রিপাবলিকান প্রচারণা শিবির জানিয়েছে, বাইডেনের ফোনকল পেয়ে অত্যন্ত আনন্দিত ট্রাম্প। খুব শিগগীরি বৈঠকের বিষয়ে আগ্রহী তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী, নবনির্বাচিত প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান বিদায়ী প্রেসিডেন্ট। তবে ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পর এই রীতি পালন করেননি ট্রাম্প।

banner close
banner close