বৃহস্পতিবার

৭ নভেম্বর, ২০২৪
২৩ কার্তিক, ১৪৩১
০৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৪ ১২:১০

আপডেট: ৭ নভেম্বর, ২০২৪ ১৩:৪২

শেয়ার

লেবাননে অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরাইলি হামলায় নিহত ৩০
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩০। ছবি: সংগৃহীত

ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে। এর পাশাপাশি বালবেক ও বেকা এলাকায় আরও ৪০ জন নিহত হয়েছেন।

এই হামলায় লেবাননের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত রোমান ধ্বংসাবশেষের নিকটবর্তী একটি অটোমান যুগের ভবন।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, এই হামলা হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে। অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সংস্থাগুলো হতাহতদের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

সাম্প্রতিক সময়ে ইসরাযইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে একাধিক প্রাণহানি ঘটেছে এবং এই সহিংসতা দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করেছে।