শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন: জাতিসংঘের সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ০৯:৫৫

শেয়ার

গাজার কিছু অংশে দুর্ভিক্ষ আসন্ন: জাতিসংঘের সতর্কতা
গাজায় হতে পারে দুর্ভিক্ষ। ছবি: সংগৃহীত

বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি সতর্ক করে বলেছে, উত্তর গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ‘আসন্ন’। ইসরাইলি বাহিনী এক মাসেরও বেশি সময় ধরে এলাকাটি অবরোধ করে রেখেছে, এক হাজারেরও বেশি লোককে হত্যা করেছে এবং খাবার, পানি ও ওষুধ ছাড়াই আরও কয়েক হাজার মানুষকে আটকে রেখেছে।

শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের উত্তর গাজা এখন ইসরাইলি আক্রমণের বড় কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। এমনিতেই পুরো গাজা উপত্যকা বিধ্বস্ত। সেখানে ওই অঞ্চলের উত্তরাংশে সামরিক অভিযান তীব্র ভারি করেছে ইসরাইল। সব ধরনের মানবিক সহায়তা, জরুরি সেবা বন্ধ করে গত মাসের অক্টোবর থেকে চলছে এই বর্বর আক্রমণ।

জাতিসংঘের স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি উত্তর গাজার পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতিশীল’ বলে অভিহিত করেছে একইসঙ্গে তাদের আহ্বান যে যুদ্ধের সমস্ত নেতাকে মানবিক বিপর্যয় এড়াতে ‘সপ্তাহ নয় দিনের মধ্যে’ অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে জোর দেয়া হয়েছে যে এর মধ্যে শুধু যোদ্ধারাই নয়, যারা তাদের ওপর প্রভাব বিস্তার করে তারাও অন্তর্ভুক্ত।

এ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন, এই সতর্কতা আরও জোরদার করে যে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি, যেমনটি আমরা বিস্তারিত বলেছি, অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতি হচ্ছে। এই বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে যারা এখানে সংঘাতে সরাসরি অংশ নিচ্ছেন তাদের সবার কাছ থেকে এই পদক্ষেপটি প্রয়োজন।

এই স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জাতিসংঘের ১৫ সংস্থার সঙ্গে জড়িত, যারা বিশ্বব্যাপী ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ করে।

banner close
banner close