শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

গাজার ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ২০:৫৩

শেয়ার

গাজার ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০
গাজায় ইসরাইলের পৃথক হামলা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ দিন ভোরে উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে প্রথম হামলায় ১৩ শিশুসহ অন্তত ২৫ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।

বুধবার থেকে হামাস যোদ্ধাদের পুনরায় সংগঠিত হওয়া বন্ধ করার অজুহাতে জাবালিয়াসহ গাজার উত্তরাঞ্চলে বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

গাজা শহরের সাবরা এলাকার ইসরায়েলের আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

অনেক বেসামরিক নাগরিক এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে জানায় গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ।

হামাস পরিচালিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলের প্রতিশোধমূলক নির্বিচার হামলায় গাজায় বহু নারী ও শিশুসহ ৪৩ হাজার ৫৫২ জন প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

banner close
banner close