শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

গাজায় হামাসের বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪ ১৪:৫২

শেয়ার

গাজায় হামাসের বিস্ফোরণে ৪ ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

গাজার উত্তরাংশে এক বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত হয়েছেন। জাবালিয়া এলাকায় সামরিক অভিযান চলাকালে হামাসের পাল্টা হামলায় তারা নিহত হন বলে জানা গেছে।

হামাসের সদস্যরা ক্ষেপণাস্ত্র ছুড়ে নাকি অন্য কোনো বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি ঘটিয়েছেন, তা তদন্ত করে দেখছে ইসরায়েলের সেনাবাহিনী।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, উত্তর গাজার জাবালিয়া এলাকায় সামরিক অভিযান চলাকালে হামাসের হামলায় ইসরায়েলের ৪ সেনা সদস্য নিহত হন।
নিহতরা সবাই কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের সদস্য।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, অভিযান চালানোর সময় এক বিস্ফোরণ ঘটে। হামাস সদস্যরা কীভাবে বিস্ফোরণটি ঘটিয়েছেন, এখন পর্যন্ত তারা তা জানতে পারেনি।

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে ইসরায়েলি সেনারা জাবালিয়ায় স্থল অভিযান শুরু করে। এসময় তারা সাজোয়াঁ যানের পাশাপাশি ট্যাংকও ব্যবহার করে।

ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়ায় সামরিক অভিযান শুরুর পর অন্তত ৫৫ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। ইসরায়েলের হামলার শুরুর আগে সেখানে অন্তত ৬০ হাজার ফিলিস্তিনি বসবাস করতেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা জাবালিয়া হামলা করে ১ হাজার হামাস সদস্যকে হত্যা এবং ৭ শতাধিক হামাস সদস্যকে আটক করেছে।

এদিকে, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

banner close
banner close