বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৩:৫২

শেয়ার

আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন হরিনি আমারাসুরিয়া
হরিনি আমারাসুরিয়া | ছবি: সংগৃহীত

ভারতীয় মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিনি আমারাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে। গত সোমবার তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ প্রদান করা হয়।

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়া কুমার দিশানায়েকের বামপন্থী জোট ১৫৯টি আসন পেয়েছে। এই নির্বাচনে তার সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ বিধায়ক বিজিথা হেরাথ।

সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে দিশানায়েকে নতুন অর্থমন্ত্রী নিয়োগের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তবে তিনি জানিয়েছেন, গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব যেভাবে নিজে পরিচালনা করেছেন, সেভাবেই তিনি তা পরিচালনা করবেন।

শ্রীলঙ্কার রাজনীতিতে বহু বছর ধরে পারিবারিক আধিপত্য চলে আসছিল, তবে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে অনূঢ়া কুমার দিশানায়েকের জয়ী হওয়ার মধ্য দিয়ে সেই আধিপত্যের অবসান ঘটেছে। নির্বাচনের পর, তিনি হরিনি আমারাসুরিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং বিজিথা হেরাথকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেন। নতুন সরকারের ক্ষেত্রে, এই দুই নেতাকেই পুনর্বহাল করা হয়েছে।

যখন গত সেপ্টেম্বর মাসে দিশানায়েক প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তার রাজনৈতিক জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। কিন্তু পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।