গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত আরও একটি বিলে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রস্তাবটির ওপর ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী ৪ দেশ ও অস্থায়ী ১০ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে বিলটি তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যদেশ। অবিলম্বে ও নিঃশর্তে যুদ্ধবিরতি এবং গাজায় সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয় প্রস্তাবে।
যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধবিরতির বিনিময়ে এখনই জিম্মি মুক্তির কথা বলা হয়নি বিলে। গত বছর ৭ অক্টোবরের পর এ নিয়ে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিলো মার্কিন প্রশাসন।
আরও পড়ুন: