ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)।
পাশাপাশি হেগভিত্তিক আদালতটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ গ্রেফতারি পরোয়ানা জারির কারণে নেতানিয়াহু এবং গ্যালান্ট বিদেশে ভ্রমণ করলে গ্রেফতারের ঝুঁকিতে থাকবে। অন্যদিকে মোহাম্মদ দেইফ ইসরায়েলের হাতে নিহত হয়েছেন ধারণা করা হচ্ছে।
তবে ইসরায়েল এবং হামাস উভয়ই এই বিষয়ে আদালতের অভিযোগ অস্বীকার করেছে। ইজরায়েল বলেছে যে এই ধরনের ওয়ারেন্টের কোন আইনি ভিত্তি নেই, অন্যদিকে হামাস অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে। বিষয়টি আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।
আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গত মে মাসে নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানার অনুরোধ জানিয়েছিলেন। তার অভিযোগ ছিল, নেতানিয়াহু এবং গ্যালান্ট গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দায়ী।
এদিকে দেইফকে মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং জিম্মি করাসহ যুদ্ধাপরাধের জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত।
আরও পড়ুন: