শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১১:২৬

শেয়ার

ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট
স্কট ব্যাসেন্ট। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রীসভা গঠনের কাজ শুরু করেছেন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রশাসন ও মন্ত্রসভার বিভিন্ন কর্মকর্তাদের নাম। এবার জানা গেলো অর্থমন্ত্রীর নাম ও পরিচয়। ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট।

যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন স্কট ব্যাসেন্ট।

শুক্রবার অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’

জানা গেছে, স্কট ব্যাসেন্ট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট।