শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন ট্রুডো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১৮:১৫

শেয়ার

নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিলেন ট্রুডো
বেনিয়ামিন নেতানিয়াহু জাস্টিন ট্রুডো। কোলাজ: বাংলা এডিশন

গাজায় অভিযানে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযেগিতা করা দেশের তালিকায় থাকা অন্যতম নাম কানাডা। ট্রুডোর দেশের দেয়া সেই অস্ত্রে মারা যায় হাজার হাজার নিরস্ত্র গাজাবাসী। তবে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করে কানাডা।

এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বড় সিদ্ধান্ত নিতে ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে।

ঐতিহাসিকভাবেই ইসরায়েল-কানাডার ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

ঘোষণার পর ইউরোপের কয়েকটি দেশ জানিয়েছে, নেতানিয়াহু সেসব দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করবে তারা। এবার সে পথে হাঁটার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রীও।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, কানাডায় নেতানিয়াহু ও গ্যালান্ট প্রবেশ করলে তাদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হবে বলে স্পষ্ট করেছেন।

অন্যদিকে ওয়াশিংটন আইসিসির সিদ্ধান্তে এতটাই ক্ষিপ্ত হয়েছে যে, আইসিসির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে কানাডায় দিন দিন ইসরায়েলবিরোধী অবস্থান দৃঢ় হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে প্রায় ৮৫ হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে ইসরায়েলবিরোধী বিক্ষোভ করে। তাদের দাবি, ইসরায়েল সঙ্গে কানাডার দূরত্ব বাড়াতে হবে। বিশ্বের ১২৪টি দেশ আইসিসির রোম সংবিধিতেই সই করেছে। আর তাই এসব দেশ নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতারে আইনগত বাধ্যবাধকতার মধ্যে রয়েছে।

banner close
banner close