শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ০৯:৫১

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৪ ০৯:৫২

শেয়ার

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির ঘোষণা নেতানিয়াহুর
ফাইল ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরা।

নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গ অনুমোদনের জন্য ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হবে। পাশাপাশি সম্পূর্ণ রূপরেখাও তুলে ধরা হবে।’ এ সময় উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের ঘরে ফেরার আহ্বানও জানান তিনি।

ভাষণে নেতানিয়াহুর দাবি করেন, ‘হিজবুল্লাহ বর্তমানে আগের মতো শক্তিশালী নেই। ইসরায়েলি বাহিনী তাদেরকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। তেলআবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে।’

এ সময় চুক্তি অমান্য করলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সোমবার যুদ্ধবিরতির নীতিগত অনুমোদন দেন বেনিয়ামিন নেতানিয়াহু।

banner close
banner close