শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাত, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১৮:৩৫

শেয়ার

দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাত, নিহত ৫
ভারি তুষারপাতে দক্ষিণ কোরিয়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় ভারি তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাতের কারণে স্থগিত করা হয়েছে ফেরি চলাচল। এছাড়াও রাজধানী সিউলে শতাধিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ১৯০৭ সালে তুষারপাতের রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে রাজধানী সিউলে এবার তৃতীয় সর্বোচ্চ ভারী তুষারপাত হয়েছে।

গত দুই দিনে দেশটির রাজধানী সিউলসহ বেশ কয়েকটি এলাকায় ৪০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাতের রেকর্ড করা হয়েছে। এই ভারি তুষারপাতে দেশটিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক তুষারপাতের কারণে দেড় শতাধিক ফ্লাইট বাতিল ও ফেরি চলাচল স্থগিত করা হয়েছে। এক হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ১২০০ শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গাংওয়ান প্রদেশের মধ্যাঞ্চলীয় ওনজু নগরীর একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।

সাধারণত দেশটিতে তুষারপাতের পরবর্তী সময় শীতের তীব্রতা অনেক বেড়ে যায়। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রিতে নেমে আসবে আর এতে অসহনীয় শীত অনুভূত হবে।

banner close
banner close