
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে গ্রেপ্তার হওয়া তিন বাংলাদেশিকে খালাস দিয়েছেন ভারতের বিশেষ এনআইএ আদালত। বিচারকেরা বলেছেন, প্রসিকিউশন এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে তারা বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাই তাদের খালাস দেওয়া হলো।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন বাংলাদেশি ভারতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁরা এরই মধ্যে ৬ বছর কারাভোগ করেছেন।
বিচারকেরা বলেছেন, অভিযুক্ত তিন বাংলাদেশি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সামাদ মিয়া ওরফে তুষার বিশ্বাসকে আশ্রয় ও টাকা দিয়েছিলেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া তারা ভারতে আল কায়েদার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, এমন প্রমাণও মেলেনি।
খালাস পাওয়া তিন বাংলাদেশির নাম—মোহাম্মদ হাবিব, হান্নান খান ও মোহাম্মদ সুবহানাল্লাহ। তারা ভারতের পাসপোর্ট জালিয়াতি করে অবৈধভাবে বসবাসের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এই অপরাধে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল তাঁদের। এরই মধ্যে তারা ছয় বছর আট মাস কারাগারে কাটিয়েছেন।
গত বৃহস্পতিবার এই তিন আসামির বিরুদ্ধে প্রাথমিক রায় ঘোষণা করা হয়। পরদিন শুক্রবার ১১৬ পৃষ্ঠার বিস্তারিত রায় দেওয়া হয়।
বিস্তারিত রায়ে বিচারক বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে নথি জাল করার বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রমাণিত হয়নি। ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পর ইতিমধ্যেই তাঁরা সাজা ভোগ করেছেন।
খালাস পাওয়া তিন ব্যক্তিতে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন আদালত।
আরও পড়ুন: