শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলি বন্দিদের নতুন ভিডিও প্রকাশ করে ইসরায়েলকে হামাসের বার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১৪:৩৮

শেয়ার

ইসরায়েলি বন্দিদের নতুন ভিডিও প্রকাশ করে ইসরায়েলকে হামাসের বার্তা
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বন্দিদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। 

শনিবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডসের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওর শিরোনাম হল- ‘দ্রুত…সময় ফুরিয়ে যাচ্ছে’। ভিডিওতে হিব্রু, ইংরেজি ও আরবি ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছে। বার্তাটি শিরোনামের বক্তব্যের অনুরূপ।

এরপর ভিডিওটি একটি অজ্ঞাত পুরুষের ফুটেজে দেখানো হয়। তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দি। তাকে মুখে হাত দিয়ে ঢেকে কাঁদতে দেখা যায়।

হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দিদের পরিবারের সংগঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে অভিযান চালায়। এতে ১২০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

তাদের হামলায় ৪৪ হাজার তিন শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে এক লাখ ৫ হাজারের বেশি। হতাহতদের অধিকাংশ নারী ও শিশু।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ ছিল না। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করে নেতানিয়াহু সরকার। লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজার মানুষ নিহত হন।

তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ৬০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। কিন্তু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনও এই ধরনের চুক্তির কোনও লক্ষণ নেই।

banner close
banner close