শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১২:১৪

শেয়ার

তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে শিশুসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে শিশুসহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ, চিকিৎসকরাও কাজ করেছেন। করেছেন হাসপাতাল থেকে অসুস্থ রোগীদের উদ্ধারের কাজও।

অগ্নিকাণ্ডে নিহত সাতজনের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে। আর এ ঘটনায় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

banner close
banner close