শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

২ সপ্তাহে সিরিয়ায় বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ মানুষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৬:০০

শেয়ার

২ সপ্তাহে সিরিয়ায় বাস্তুচ্যুত প্রায় ১১ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

সিরিয়ায় ২ সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১১ লাখ মানুষ। বাস্তুচ্যুতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচএ।

২৭ নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর শুধু আলেপ্পোরই প্রায় সাড় ৬ লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়েছেন। ইদলিব থেকে ৩ লাখ ৩৪ হাজার আর হামা থেকে বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৩৬ হাজার সিরীয়।

আশপাশের এলাকা থেকে আরও ৩ লাখ ৩৮ হাজার গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইদলিবে। আর রাজধানী দামেস্ক আর হামায় ঠাঁই নিয়েছে ৩ লাখের কাছাকাছি সিরীয় নাগরিক।

আসাদ সরকারের পতনের পর এখনো দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রায় ২৫০ আশ্রয়শিবিরে আরও ৪ লাখ মানুষ আশ্রিত রয়েছে বলে জানিয়েছে ওসিএইচএ।

banner close
banner close