
ভারতের মুম্বাইয়ে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী এবং তিনজন নৌবাহিনীর সদস্য।
বুধবার বিকেলে গেটওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময় আরব সাগরে এ দুর্ঘটনায় পড়ে ওই ফেরিটি। নৌবাহিনীর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এই দুর্ঘটনায় ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবিশ জানিয়েছেন, ‘দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নৌবাহিনীর সদস্য রয়েছেন। শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে।’
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইঞ্জিনে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নৌবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন একটি নৌবাহিনীর নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
স্বজনহারা পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেয়া হবে বলে জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
পুলিশ এবং নৌবাহিনী উভয়ই পৃথকভাবে এই ঘটনার তদন্ত করবে বলেও জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: