রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হানিয়াকে হত্যার কথা স্বীকার ইসরায়েলের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:৩১

শেয়ার

হানিয়াকে হত্যার কথা স্বীকার ইসরায়েলের
ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য প্রকাশ করেছেন।

জুলাই মাসে তেহরানে একটি বাড়িতে লক্ষ্যবস্তু করে হানিয়াকে হত্যা করা হয়। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন। এই হামলায় হানিয়ার দেহরক্ষীও নিহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও কতল করবে ইসরায়েলি বাহিনী।’

এদিকে হুতিদের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দুটি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, ‘আশকেলনের সামরিক লক্ষ্যবস্তুতে একটি ড্রোন হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তেল আবিব এলাকাতেও আরেকটি ড্রোন হামলা চালানো হয়।’

 

banner close
banner close