
অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় নারীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বুধবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরয়েলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিতে তুলকারেম শরণার্থী শিবিরে সাতজন এবং পার্শ্ববর্তী নূর শামস শরণার্থীশিবিরে একজন নিহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেমে ইসরাইলি হামলায় নিহত সাতজনের মধ্যে খাওলা আলী আবদুল্লাহ আবদো এবং বারা খালিদ হুসেইন নামে দুই ফিলিস্তিনি নারী এবং ফাতি সাঈদ সালেম ওবায়েদ নামে এক তরুণী রয়েছেন।
ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ও পেটে গুলি লেগে তরুণী এবং ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরয়েলি ড্রোন হামলায় নুর শামস শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এক বিবৃতিতে ইসরয়েলি সেনাবাহিনী জানিয়েছে, তুলকারেমে সন্ত্রাসবাদবিরোধী অভিযানে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া অভিযানে ১৮ জনকে গ্রেফতার এবং কয়েক ডজন অস্ত্র জব্দ করা হয়েছে।
এ ছাড়া নূর শামস শরণার্থী শিবিরে বিমান হামলার তথ্যও নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী।
হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় তুলকারেমে তাদের দুই সদস্য নিহত হয়েছেন।
ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর আরও গুলি চালানোর খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: