রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৯:২৬

শেয়ার

গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫০
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছেন।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দফতরের বিপরীতে একটি ভবনে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, ‘বৃহস্পতিবার উত্তর গাজার এই হাসাপাতলের সদর দফতরের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আমাদের পাঁচজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন।’

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে রাতে একটি বাড়িতে ইসরায়েল হামলা চালিয়ে কমপক্ষে নয়জনকে হত্যা করেছে।

গত প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। যাতে প্রায় ৪৬ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং আরও লক্ষাধিক আহত হয়েছেন।

 

 

 

 

 

banner close
banner close