রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৫ ১০:০৩

শেয়ার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি
প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

অবশ্য কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

ভূমিকম্পটির গভীরতা ১০৪ কিলোমিটার ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।

মূলত বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চিলি। ১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়েছিল।

এ ছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মাউলি এলাকায় অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

banner close
banner close