রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সাগরে নামল ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৫ ১৯:০৮

শেয়ার

সাগরে নামল ইরানের প্রথম গোয়েন্দা জাহাজ
ছবি: সংগৃহীত

অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ ‘জাগরোস’ সাগরে নামিয়েছে ইরান। বুধবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি, অন্যান্য সামরিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এ জাহাজ উদ্বোধন করা হয়। 

জাহাজটি ইরানের নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশীয় প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে। এতে রয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক, সাইবার ও ইলেক্ট্রোম্যাগনেটিক প্রযুক্তি। অ্যাডমিরাল ইরানি জাহাজটির গুরুত্ব তুলে ধরে বলেন, জাগরোস ‘নৌবাহিনীর চোখ’ হিসেবে মহাসাগরের গভীরে নজরদারি করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে।

এ জাহাজ ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার একটি অংশ। গত মাসে ইরান একটি ড্রোনবাহী রণতরী এবং গত সপ্তাহে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে। ইরান এখন দেশীয় প্রযুক্তিতে আত্মনির্ভরশীল হয়ে তাদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করছে।

অ্যাডমিরাল ইরানি আশা করেন, জাহাজটি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি এবং শহীদদের জন্য গর্বের কারণ হবে। জাগরোস ইরানের জলসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

banner close
banner close