রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গাজায় যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর: কাতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫ ০৮:৫৬

শেয়ার

গাজায় যুদ্ধবিরতি রোববার থেকে কার্যকর: কাতার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। রোববার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল–থানি দোহায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।

 বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সাংবাদিকদের সামনে তিনি চুক্তি চূড়ান্ত হওয়ার এ ঘোষণা দেন। ওই ব্রিফিংয়েই চুক্তি কার্যকর হওয়ার এ সময়সীমা তিনি জানান।

এই যুদ্ধ শেষ হবে আশা করে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাজ অব্যাহত থাকবে। সব পক্ষ যে প্রতিশ্রুতি দিযেছে তা নিশ্চিত করার জন্য কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ প্রচেষ্টা চালিয়ে যাবে।’

কয়েকটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়া হবে।

 

banner close
banner close