রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

যুদ্ধে অংশ না নিতে দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের তরুণরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ১০:০৩

আপডেট: ১৮ জানুয়ারি, ২০২৫ ১০:১৮

শেয়ার

যুদ্ধে অংশ না নিতে দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের তরুণরা
ছবি: সংগৃহীত

সামরিক বাহিনীতে যোগ দেওয়ার বয়স হলেও যুদ্ধে অংশ না নিতে বেআইনিভাবে দেশত্যাগ করছেন ইউক্রেনের তরুণরা। আর তরুণদের দেশত্যাগ ঠেকাতে ইউক্রেনজুড়ে অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ।

শুক্রবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে ২০০টি তল্লাশি অভিযান চালানো হয়েছে।

ইউক্রেনের পুলিশ এক বিবৃতিতে বলেছে, সামরিক সেবা দেওয়ার বয়স হয়েছে, এমন ইউক্রেনীয় পুরুষদের বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করার ঘটনায় দুই শতাধিক অভিযান চালিয়েছে জাতীয় পুলিশ বাহিনী। এর আগে গত সপ্তাহে দেশজুড়ে ব্যাপক আকারে এ ধরনের তল্লাশি অভিযান শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা।

সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াতে বিস্তৃত পরিসরে সেনা সংগ্রহের পদক্ষেপে যুদ্ধে যাওয়ার বয়স হয়েছে, এমন ইউক্রেনীয় ছেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষকে ইউরোপে পালিয়ে যেতে দেখা গেছে। অনেকেই মানব পাচারে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ ও নদীপথ দিয়ে দেশ ছাড়ছেন।

পুলিশ বলেছে, বাধ্যতামূলক সামরিক সেবা কর্মসূচি ফাঁকি দেওয়া ব্যক্তিদের বেআইনিভাবে ইউক্রেন সীমান্ত পারাপারে সহায়তায় জড়িত চক্রগুলোকে লক্ষ্য করে প্রাথমিকভাবে অভিযান চালানো হয়।

এদিকে, টানা দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার হামলায় বিপুল সংখ্যক সেনা হারিয়েছে ইউক্রেন। এ পরিস্থিতিতে ইউক্রেনের সেনা সংকটের বিষয়টি বার বার গণমাধ্যমে এসেছে।

banner close
banner close