রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

গাজায় যুদ্ধবিরতি অস্থায়ী, আরও আগ্রাসী রূপে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১০:৩১

শেয়ার

গাজায় যুদ্ধবিরতি অস্থায়ী, আরও আগ্রাসী রূপে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেই প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় আবারো যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায়। ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতা থেকে মুক্তি পেতে অপেক্ষার প্রহর গুনছেন বাসিন্দারা। তবে আবার গাজাবাসীর উদ্বেগ বাড়িয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ‘এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল।’

ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার।

banner close
banner close