রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১৪:২৫

শেয়ার

যুদ্ধবিরতি স্থগিত: গাজায় ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির চুক্তির শর্ত না মানায় গাজায় অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ রোববার, এই তথ্য নিশ্চিত করেছে। 

আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেছেন, ‘যতক্ষণ হামাস তার দায়বদ্ধতা পূরণ করতে ব্যর্থ হয়, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, হামাস যদি জিম্মিদের তালিকা প্রকাশ না করে, তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আইডিএফকে যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেয়া হয়েছে, যা স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল।

এদিকে, প্রযুক্তিগত কারণে তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে হামাস।

১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়, প্রথম দিনেই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে এবং এর বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে।

banner close
banner close