রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশ দখল করতে ভারতের কয়েক মিনিটই যথেষ্ট: বিজেপি নেতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ২১:৩৭

আপডেট: ২০ জানুয়ারি, ২০২৫ ০৮:২৭

শেয়ার

বাংলাদেশ দখল করতে ভারতের কয়েক মিনিটই যথেষ্ট: বিজেপি নেতা
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

যুদ্ধ লাগলে বাংলাদেশ দখল করতে ভারতের কয়েকদিন নয়, মাত্র কয়েক মিনিটই যথেষ্ট বলে বিতর্কিত মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

রোববার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানান।

শুভেন্দু বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা বড় ভাই হিসেবে সবকিছু সহ্য করে যাচ্ছি। ইউনূস সরকার উষ্কানি দিচ্ছে যুদ্ধ লাগানোর জন্য। ইতিমধ্যে ইউনূস সরকার জনসমর্থন হারিয়েছে ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে। ইউনূস সরকার যুদ্ধ লাগিয়ে টিকে থাকতে চাইছে। ভারতীয় বিএসএফ অনেক সংযমের পরিচয় দিচ্ছে।

তিনি আরও বলেন, ভারতীয় জনগণ কাঁটাতারের বেড়া দিতে এগিয়ে আসছে।

চোরাকারবারিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে প্রশ্নে করলে বিতর্কিত এই নেতা বলেন, এর জন্য জনগণের সহযোগিতা দরকার, কিন্ত পশ্চিমবঙ্গে এটা পাওয়া যাচ্ছে না। এখানে রোহিঙ্গা ও মুসলিমরা জাল আধার কার্ড, ভোটার লিস্টে নাম তুলছে। পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার, যারা জঙ্গীবাদ নির্মূলে কাজ করবে কেন্দ্রের সাথে। বাংলার লোককেই ঠিক করতে হবে তারা বিষাক্ত সাপ নিয়ে রাত্রীযাপন করবে নাকি সাপকে শেষ করে দিবে।

banner close
banner close