রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কলম্বিয়ায় অন্তত ৮০ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ০৯:০০

শেয়ার

সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কলম্বিয়ায় অন্তত ৮০ জন নিহত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রক্তক্ষয়ী হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর বিদ্রোহী গোষ্ঠীর হামলার কারণে গত ৩ দিনে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি, ইএলএন-এর সাথে শান্তি আলোচনার ব্যর্থ প্রচেষ্টার পর উত্তর-পূর্ব কলম্বিয়ায় মাত্র তিন দিনে ৮০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

ইএলএন গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ক্যাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে। ওই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া,ফার্ক-এর সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।

আল জাজিরা বলছে, সংঘাতের মধ্যে বেসামরিক লোকেরা মাঝখানে আটকা পড়েন এবং রোববারের মধ্যে ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন, কেউ কেউ পাশের পাহাড়ে লুকিয়ে থাকছেন বা সরকারি আশ্রয়কেন্দ্রে সাহায্য চাইছেন।

নিরাপত্তা জোরদার করতে এই অঞ্চলে ৫ হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

banner close
banner close