
দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে নিচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
সোমবার রাতে তিনি ডব্লিওএইচও থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএসএ টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনের নির্বাহী আদেশের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো প্রত্যাখ্যান করা ট্রাম্পের প্রচারাভিযানের প্রতিশ্রুতি পূরণ করেছে।
মহামারী, রোগের প্রতিক্রিয়া ও কূটনৈতিক সম্পর্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বেশ উদ্বিগ্ন।
কোভিড-১৯ মহামারী চলাকালীনও ডব্লিওএইচও-এর বেশ সমালোচনা করেছেন ট্রাম্প। এর ফলে ২০২০ সালেই ডব্লিওএইচও থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম তহবিল দাতা।
আরও পড়ুন: