
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা বলেন।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনি প্রচারণা এবং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর একাধিকবার ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন।
ট্রাম্প জানান, তিনি মনে করেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান।
প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে। আমি মনে করি জেলেনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’
আরও পড়ুন: