রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন ফক্স নিউজের পিট হেগসেথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫ ১১:২৬

আপডেট: ২৫ জানুয়ারি, ২০২৫ ১১:৫২

শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হলেন ফক্স নিউজের পিট হেগসেথ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় মার্কিন সিনেটের ভোটে তিনি এই পদে জয়লাভ করেন।

সিএনএন ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পিট হেগসেথ ৫১ ভোটে জয়ী হন, আর তার বিপক্ষে পড়েছে ৫০ ভোট।

পিট হেগসেথ, যিনি মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন তবে জিততে পারেননি। তিনি মার্কিন সেনাবাহিনীর একজন সাবেক সদস্য। আফগানিস্তান, ইরাক ও কিউবার গুয়ানতানামো বে-তে তিনি কাজ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। ট্রাম্প তখন এক বিবৃতিতে বলেন, ‘পিট হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী। তার নেতৃত্বে আমাদের সামরিক বাহিনী আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্র কখনো পিছিয়ে পড়বে না।’

banner close
banner close