রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের দেশছাড়া করার আদেশ ডোনাল্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫ ১০:২৪

শেয়ার

ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের দেশছাড়া করার আদেশ ডোনাল্ড ট্রাম্পের
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই আদেশ অনুযায়ী, ফিলিস্তিনপন্থি আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল করে তাদের দেশছাড়া করা হবে।

গত বছর গাজার গণহত্যার পর, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলন তীব্র হয়। অনেক শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ ও ধর্মঘট পালন করেন।

ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই আন্দোলনকারীরা সহিংস কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ট্রাম্প বলেছেন, ‘হামাস সমর্থকদের ভিসা বাতিল করা হবে।’

আইন বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক মতামতের ভিত্তিতে কাউকে দেশছাড়া করা সংবিধানিকভাবে ভুল হতে পারে।

এদিকে মুসলিম অধিকার বিষয়ক সংগঠনও এই আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে। 

 

banner close
banner close