রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ফেব্রুয়ারি থেকে ২ দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৫ ১৬:০৩

শেয়ার

ফেব্রুয়ারি থেকে ২ দেশের পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই আইন কার্যকর হবে বলে জানা গেছে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা জানান। তবে তেলের ক্ষেত্রে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অভিবাসী ও ফেন্টানিল প্রবেশ করছে। যা আমাদের দেশ ও নাগরিকদের জন্য ক্ষতিকর। একই সঙ্গে, কানাডা ও মেক্সিকোর সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্যই আমি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।

কানাডা ও মেক্সিকো নিজেদের স্বার্থ রক্ষার জন্য ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে। দেশ দুটি জানিয়েছে, তারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এবং প্রয়োজনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

banner close
banner close