রবিবার

২ ফেব্রুয়ারি, ২০২৫
২০ মাঘ, ১৪৩১
৩ শা’বান, ১৪৪৬

রমজানে কাবায় তারাবি পড়াবেন যে সাত ইমাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৪৯

শেয়ার

রমজানে কাবায় তারাবি পড়াবেন যে সাত ইমাম
ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাসে পবিত্র কাবা শরিফে তারাবির নামাজের ইমামদের নাম প্রকাশ করা হয়েছে।  শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে।

কাবার তারাবির সাত ইমাম হলেন- শেখ আব্দুর রহমান আস সুদাইস, শেখ মাহের আল মুয়াইকলি, শেখ আব্দুল্লাহ জুহানি, শেখ বান্দার বালিলাহ, শেখ ইয়াসির দাওসারি, শেখ বদর আল তুর্কি ও শেখ ওয়ালিদ আল শামসান।  

ইসলামের দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন। এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রজমানেই সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন। এতে করে মক্কায় এ সময়টায় মানুষের বেশি ভিড় থাকে।

প্রেসিডেন্সি জানিয়েছে, খুব শিগগিরই রমজানের তারাবির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে। বিশ্বজুড়ে মুসলমানরা এই মহিমান্বিত মাসে তারাবির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর দুই পবিত্র মসজিদে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে। গতকাল থেকে সৌদিতে শাবান মাস শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। 

এদিন রমজানের চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে শুরু হবে রমজান।