রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫০

শেয়ার

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

ওয়াশিংটনে পৌঁছে নেতানিয়াহু ব্লেয়ার হাইসে অবস্থান করছেন। হোয়াইট হাউজে বিশিষ্ট ব্যক্তিদের জন্য ঐতিহাসিক অতিথি ভবন এই ব্লেয়ার হাইস।

একইসঙ্গে নেতানিয়াহু এই ব্লেয়ার হাইসে ১৪তম বারের মতো অতিথি হলেন।

ব্লেয়ার হাইসের জেনারেল ম্যানেজার ম্যাথিউ ওয়েন্ডেল নেতানিয়াহুকে ১৬৫১ পেনসিলভানিয়া অ্যাভিনিউতে স্বাগত জানান। ওয়েন্ডেলের মতে, নেতানিয়াহুর চেয়ে বেশিবার কোনো বিদেশি নেতা ব্লেয়ার হাইসের অতিথি হননি।

এর আগে উইং অব জায়ন বিমানে করে ওয়াশিংটন পৌঁছান নেতানিয়াহু।

বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, ‘এবারের বৈঠকে ইসরায়েল ও এই অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।’

এ ছাড়া বৈঠকে যুদ্ধবিরতি শেষে নতুন করে আবার ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের গাজায় পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে বলেও জানা গেছে।

banner close
banner close