শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫১

শেয়ার

এবার প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন ইরানের
ছবি: সংগৃহীত

ইরান দেশীয়ভাবে নির্মিত একটি নতুন ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যার নাম 'শহিদ বাঘেরি'। এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনার ক্ষমতা রাখে।

এই জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনার সক্ষমতাও রাখে। এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। 

এটি ইরানের সামরিক শক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

যুদ্ধজাহাজটি ফোর্স ৯ মাত্রার (খোলা সমুদ্রে প্রবল ঢেউয়ের প্রতিকূলতা) সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে ২২,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে। 

এর সবচেয়ে ভালো বৈশিস্ট্য হলো- এক বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়েই দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারবে। 
banner close
banner close