শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

দিল্লির বিধানসভায় বিজেপির বড় জয়, ধরাশায়ী কেজরিওয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:০৪

শেয়ার

দিল্লির বিধানসভায় বিজেপির বড় জয়, ধরাশায়ী কেজরিওয়াল
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (এএপি) হারিয়ে নিরুঙ্কুশ জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাডাহাড্ডি লড়াইয়ের পর পারবেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন তিন বারের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়, সবর্শেষ ফলাফলে দিল্লি বিধানসভার ৭০ টি আসনের মধ্যে ৪৮টি তে মোদির নেতৃত্বাধীন বিজেপি এগিয়ে আছে। অন্যদিকে, কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে আছে মাত্র ২২টি আসনে।

এই নির্বাচনে জয়ের ফলে দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে বসতে যাচ্ছে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। আর এতে কপাল পুড়ল ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির।

এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা।

উল্লেখ্য, গত এক দশকের বেশিরভাগ সময় বিকল্প ধারার নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তার দল দিল্লির ৩ কোটি মানুষের শাসকের ভূমিকায় রয়েছে। দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আসন পান কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর তার জনপ্রিয়তা বেড়েছে দ্রুত গতিতে। রাজধানীর লাখো দরিদ্র বাসিন্দার জন্য বিনা মূল্যে পানি ও বিদ্যুৎ সেবা দিয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন কেজরিওয়াল।

তবে গত বছর বেশ কয়েক মাস কারাবন্দী ছিলেন এই নেতা। তার দল মদ বিক্রির লাইসেন্স দেওয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ করেছে- এই অভিযোগে কেজরিওয়াল ও আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান এই নেতা।

banner close
banner close