শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১৪

আপডেট: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১৪

শেয়ার

আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তেহরানে সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা। শনিবার হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ও অন্য দুই নেতা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে খামেনির সঙ্গে হামাস নেতাদের সাক্ষাতের এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে ইরান। সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে খামেনি বলেন, ‘আপনারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে পরাজিত করেছেন, যা আসলে আমেরিকার পরাজয়।’

ইরানি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি নেতারা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের বার্ষিকীতে খামেনিকে অভিনন্দন জানানোর জন্য তেহরান সফর করেছেন। ফিলিস্তিনিদের প্রতি সহায়তা অব্যাহত রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

তেহরান সফরে ফিলিস্তিনি প্রতিনিধি দলে হামাসের ভারপ্রাপ্ত প্রধান নেতা খলিল আল-হাইয়া ছাড়াও গোষ্ঠীটির শীর্ষ পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ ও শীর্ষস্থানীয় কর্মকর্তা নিজার আওয়াদাল্লাহ ছিলেন। 

 

banner close
banner close