![পাকিস্তানে ১৩৮ শতাংশ বাড়ছে এমপিদের বেতন পাকিস্তানে ১৩৮ শতাংশ বাড়ছে এমপিদের বেতন](./assets/news_images/2025/02/12/04.jpg)
এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। সেই অনুযায়ী, এখন থেকে এমপিরা বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি।
এতদিন পর্যন্ত প্রত্যেক এমপির মাসিক বেতন ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। নতুন বিল পাসের পর শতকরা হিসেবে তাদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের ভিত্তিতে পাস হয়েছিল এই বিলটি। মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটও এই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে।
পার্লামেন্টসূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দফতরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।
এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং বিশেষ সহকারীর বেতনও বাড়ছে।
২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এমপি রোমিনা খুরশিদ আলম। ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে প্রস্তুত করা এই বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাস হয় অ্যাসম্বলিতে।
নিম্নকক্ষে পাসের পর বিলটি পাঠানো হয় সিনেটে। সেখানে মঙ্গলবার পাস হলো বিলটি।
আরও পড়ুন: