![কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি](./assets/news_images/2025/02/13/021.jpg)
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের পাশে চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।
উভয় দেশই সম্পূর্ণরূপে কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। তাছাড়া হিমালয় অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুইটি দুটি যুদ্ধ ছাড়াও প্রায়ই অসংখ্য ছোট ছোট সংঘাতে জড়িয়ে পড়ছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, বুধবারের ঘটনায় দুই সেনা ও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনারা বিনা উসকানিতে গুলি চালিয়েছে, যার ফলে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে সংবাদমাধ্যম এএফপি জানতে চাইলে পাকিস্তানের সেনাবাহিনী মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ভারতীয় সেনা কর্মকর্তারাও কোনো জবাব দেননি।
এই অঞ্চলে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের আঘাতে দুই ভারতীয় সেনা নিহত হওয়ার দুই দিন পর এই ঘটনাটি ঘটেছে।
২০০৩ সালে প্রতিবেশী দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে উভয় দেশই একে অপরকে তা লঙ্ঘনের জন্য প্রায়ই দোষারোপ করে থাকে।
গত মাসে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীর সীমান্তে ভারতশাসিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করার সময় দুই বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটির স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে এর একীভূতকরণের দাবিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী এই অঞ্চলে মোতায়েনরত ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করেছে।
এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
আরও পড়ুন: