শুক্রবার

২১ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ফাল্গুন, ১৪৩১
২২ শা’বান, ১৪৪৬

গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশল এক ও অভিন্ন: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১১

শেয়ার

গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশল এক ও অভিন্ন: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কৌশল এক ও অভিন্ন। তা বাস্তবায়নে দেশটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

পশ্চিম জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংকালে নেতানিয়াহু এ কথা বলেন নেতানিয়াহু। 

তিনি আরও বলেন, হোয়াইট হাউজে ট্রাম্পই ইসরাইলের সবচেয়ে বড় বন্ধু। গাজার ভবিষ্যতের জন্য ট্রাম্পের ‘সাহসী দৃষ্টিভঙ্গি’ নিয়ে রুবিওর সঙ্গে আলোচনা হয়েছে। গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনে ইসরাইল দৃঢ়প্রতিজ্ঞ।

নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা থেকে ২০ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে সেখানে রিসোর্ট বানাতে চায়। 

এদিকে এ ব্রিফিংয়ে হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিস্তিনি স্বাধীনতকামী গোষ্ঠী হামাস সামরিক বা সরকারি শক্তি হিসেবে থাকতে পারবে না বলে হুঁশিয়ার দেন তিনি।

তিনি আরও বলেন, হামাসের ব্যাপারে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। তাদেরকে অবশ্যই নির্মুল ও নিশ্চিহ্ন করতে হবে। 

ইরানের ব্যাপারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার প্রধান কারিগর ইরান।

হামাস ও হিজবুল্লাহকে সহায়তা করছে দেশটি, এ দাবি করেন তিনি। সিরিয়া, লেবানন, গাজা ও পশ্চিম তীরে বিশৃংখলার জন্যও ইরানকে দায়ী করেন রুবিও।