শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে ৭জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:৪১

শেয়ার

সিরিয়ায় পরিত্যক্ত গোলার বিস্ফোরণে ৭জন নিহত
ছবি: সংগৃহীত

যুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে সিরিয়ায় অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের একটি গ্রামে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণে দুই-তৃতীয়াংশ সিরীয় নাগরিক নিহত অথবা আহত হওয়ার ঝুঁকিতে আছেন বলে অন্য একটি সংস্থা জানানোর একদিন পর প্রাণঘাতী ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সিরিয়ান অবজারভেটরি বলেছে, ‘ইদলিব প্রদেশের একটি বাড়িতে রাখা ছিলো ওই গোলাবারুদ। বৃহস্পতিবার সেখানে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাত বেসামরিক নিহত হয়েছেন। তবে বিস্ফোরণে প্রাণহানির এই সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে সংস্থাটি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বিস্ফোরণস্থলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের ধ্বংসস্তূপ সরিয়ে নিতে এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ভেতর থেকে ভুক্তভোগীদের উদ্ধার করতে দেখেছেন বলে জানিয়েছেন।

ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম বলেছেন, তারা ইদলিব প্রদেশের নায়রাব এলাকার একটি বাড়িতে অজ্ঞাত বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছেন। পরে প্রতিরক্ষা বিভাগের কর্মীরা সেখানে পৌঁছে অবিস্ফোরিত গোলা উদ্ধার করেছেন।