
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই দুই শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে পিঠে গুলি করে হত্যা করেছে। নিহত শিশুদের একজন হচ্ছে আইমান নাসের আল-হাইমুনি। ১২ বছর বয়সী এই শিশু হেবরনে নিহত হন এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমোরি জেনিন গভর্নরেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তাসংস্থা নিশ্চিত করেছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী আল-হাইমুনির ওপর এমন সময়ে গুলি চালায় তিনি হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে আল-আমোরিকে পেটে গুলি করা হয় এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুস, তুলকারেম, জেনিনে রাতের আধারেসহ বেশ কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং এর মধ্যেই বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
আরও পড়ুন: