শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

নিরাপত্তা হুমকি থাকায় নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটের রোমে অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

নিরাপত্তা হুমকি থাকায় নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটের রোমে অবতরণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইটকে পথিমধ্যে ইতালির রাজধানী রোমের দিকে পাঠিয়ে দেয়া হয়েছে।

মূলত মাঝ আকাশে নিরাপত্তা হুমকি দেখা দেয়ার পর আমেরিকান এয়ারলাইন্সের ওই ফ্লাইটটিকে রোমের দিকে ঘুরিয়ে দেয়া হয় এবং ফ্লাইটটি সেখানে নিরাপদে অবতরণ করে।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এক বিবৃতিতে মার্কিন এই এয়ারলাইন্সটি বলেছে, সম্ভাব্য নিরাপত্তা সমস্যার কারণে রোববার নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে রোমের দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থাতেই ফ্লাইটটিকে লিওনার্দো দ্যা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দরে পাঠানো হয় এবং সেখানেই এটি নিরাপদে অবতরণ করে।

একজন উর্ধ্বতন কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, ‘ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এবং এর ফলেই বিমানটিকে রোমের দিকে ঘুরিয়ে দেয়া হয়।’

পরবর্তীতে তল্লাশির পর হুমকিটি ভিত্তিহীন বলে প্রমাণিত হয় বলেও জানান ঐ কর্মকর্তা।

banner close
banner close