
চলতি সপ্তাহেই অবসান ঘটতে পারে তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের।
স্থানীয় সময় শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট।
লেভিট বলেন, ‘তিন বছর ধরে চলা এই সংঘাত বন্ধে চলতি সপ্তাহের মধ্যে একটি চুক্তিতে পৌঁছার ব্যাপারে আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট এবং তার দল এই যুদ্ধের উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দিকে বেশ মনোযোগী।’
হোয়াইট হাউজের প্রেস সচিব বলেন, ‘ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।’
উল্লেখ্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত তিন বছর ধরে চলা এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি হয়েছে দুই পক্ষেরই।
আরও পড়ুন: