শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ইউক্রেন নিয়ে মতপার্থক্য তুলে ধরলেন ট্রাম্প এবং ম্যাক্রোঁ  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৮

শেয়ার

ইউক্রেন নিয়ে মতপার্থক্য তুলে ধরলেন ট্রাম্প এবং ম্যাক্রোঁ  
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টড ডোনাল্ড ট্রাম্প এবং ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউক্রেন নিয়ে তাদের পরিষ্কার মতপার্থক্য জনসমক্ষে তুলে ধরেন। এর মধ্যে দিয়ে রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত যুদ্ধবিরতি অর্জনে ট্রাম্পের প্রচেষ্টা নিয়ে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মত বিরোধ প্রকাশ্যে চলে আসে।

দিনব্যাপী আলোচনার সময় দুই নেতা, ট্রাম্প এবং ম্যাক্রোঁর মধ্যে অনেক বছরের সম্পর্কের উপর গড়া ঘনিষ্ঠতা দেখা যায়। তবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তিন বছর পুর্তি স্মরণ করার সময় ম্যাক্রোঁ পরিষ্কার করে দেন যে, তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্পের সাথে একমত নন।

ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন, কিন্তু তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক বলতে অস্বীকৃতি জানান।

ম্যাক্রোঁ বলেন, ‘এটা পরিষ্কার যে এই সংঘাতে রাশিয়া হচ্ছে আগ্রাসী। এই বিষয়ে ট্রাম্প গত সপ্তাহে দোদুল্যমান ছিলেন।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন শান্তি লংঘন করেছেন।’

ট্রাম্প যত শীঘ্রই সম্ভব যুদ্ধ বিরতির জন্য আশা প্রকাশ করেন, এবং বলেন যে তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধ বিরতির জন্য চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, চুক্তি নিয়ে সমঝোতা হলে তিনি মস্কোতে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন।

অন্যদিকে, ম্যাক্রোঁ আরও ধীর গতির প্রচেষ্টার আহ্বান জানান।

banner close
banner close